• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফোনে কথা বলছিলেন জাহাঙ্গীর, হঠাৎ হাতে ছোবল মারে সাপ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুন ২০২৩  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে জাহাঙ্গীর আলম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তিনি উপজেলার টেকিয়া মহেষপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সেদিন রাতে খেয়ে বিছানায় শুয়ে পড়েন জাহাঙ্গীর আলম। রাত সাড়ে ১২টার দিকে ফোনে কথা বলার সময় হঠাৎ হাতে ছোবল মারে সাপ। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী মিলে স্থানীয় কবিরাজের মাধ্যমে প্রায় ঘণ্টাখানেক ধরে ঝাড়-ফুঁক করান।

এরপরও সাপের বিষ না নামলে পরিবারের লোকজন অটোরিকশাযোগে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –