• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রশি বেচে সংসার চলে ভবেশের

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২৩  

আত্মত্যাগের মহিমায় পশু কুরবানির মধ্য দিয়ে আগামী ২৯ জুন পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে ঘিরে পশু কেনায় বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। আর হাটে পশুকে বেঁধে রাখার দড়ি বা রশি বিক্রি করছেন ভবেশ। 

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ পশুর হাটে দেখা যায় ভবেশের দোকান। তার বাড়ি সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে। প্রায় ১৫ বছর ধরে রশি বিক্রি করে আসছেন তিনি। আর পশুর হাটে রশি পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

পশুর হাটে গরু বিক্রি করতে আসা তফিজুল ইসলাম বলেন, বাড়ি থেকে একটা রশিতে গরুটাকে বেঁধে নিয়ে এসেছিলাম। আসার পথ সেটা ছিড়ে যায়। হাতে অল্প একটু রশি ধরে আয়ত্ত করা কষ্টকর ছিল। এখন হাতের নাগালে পাওয়ায় অনেক উপকার হল। 

বাবার পেশা ধরে রাখতেই নিজে এ পেশা বেছে নিয়েছেন বলেন জানান ভবেশ। তিনি বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি বাবা বাড়িতে রশি বানিয়ে সেটা গরুর হাটে হাটে বিক্রি করতেন৷ পড়াশোনা তেমন করতে পারি নাই। বাবার কাছে কাজ শিখে এখন পেশা হিসেবে এটা আমি করছি৷ আর এটা দিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চলে যায়। প্রতিদিন ৬০০-৭০০ টাকা বিক্রি হয়। কোনো কোনো দিন আবার এর চেয়ে বেশি বিক্রি হয়। তবে জিনিসপত্রের দাম বাড়ায় কিছুটা দাম বাড়িয়েছি৷ এ পেশা ধরে রাখতে চাই। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –