• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রেললাইনের পাশে হাঁটছিলেন বৃদ্ধা, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জুন ২০২৩  

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় রহিমা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার রুহিয়া এলাকার সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা খাতুন রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত দারাজউদ্দীনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত এলাকার রেল লাইন দিয়ে যাচ্ছিল। এ সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় ট্রেনের ধাক্কায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া রেলওয়ের স্টেশন মাস্টার মোশারফ হোসেন।

এছাড়াও নিহতের স্বজন ভাতিজা আলম বলেন, রহিমা খাতুন আমার ফুফু‌। তিনি দীর্ঘদিন ধরে কানে কম শোনেন ও মাথার সমস্যায় ভুগছিলেন। তিনি ভারসাম্যহীনভাবে চলাফেরা করতেন। বুধবার দুপুরে তিনি রেল লাইনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা ফেটে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –