• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে কারিগরি-বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শুরু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুন ২০২৩  

 
‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে নিয়ে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। বুধবার সকালে জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। পরে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি বের হয়।

ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আর সেই কারিগরি শিক্ষা প্রসারের লক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষায় অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। আমরা নতুন প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে জনসম্পদে রূপান্তর হওয়ার আহ্বান জানাচ্ছি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –