• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

শেখ হাসিনাকেই চায় পীরগঞ্জবাসী

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ॥ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটিকে একসময় জাতীয় পার্টির দুর্গ বলা হতো। ২০০৮ সালের পর থেকে সে দুর্গ  ধরে রাখতে পারেনি জাতীয় পাটি।

 

একটি পৌরসভা ও ১৫টি  ইউনিয়ন  নিয়ে গঠিত  এ আসনটিতে ২০০৮ ও ২০১৪ সালে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী এই আসনটি ছেড়ে দিয়ে ২০০৮ সালে উপনির্বাচনে শিল্পপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন। তিনি ধানের শীষ প্রতীকের নুর মোহাম্মদ মন্ডলকে পরাজিত করে জয়লাভ করেন।

 

পরবর্তীতে ২০১৪ সালে উপনির্বাচনে জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরীকে মনোনয়ন দিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। কিন্তু পীরগঞ্জের ভোটাররা এবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই এ আসনে এমপি হিসেবে দেখতে চান।  

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ-৬ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবার ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন রংপুর-৬ আসন থেকে। সে কারণে  নির্বাচনে এ আসনটি ভিআইপি আসন হিসেবে পরিচিত।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এ আসন থেকে  আওয়ামীলীগ  সভাপতি  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, সাবেক এমপি আবুল কালাম আজাদ, বিএনপি থেকে রংপুর জেলা সভাপতি সাইফুল ইসলাম, তারেক রহমান পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান, জাতীয় পার্টি থেকে উপজেলা সাধারণ সম্পাদক নুরে-আলম যাদু, কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, ইসলামী আন্দোলনের মাওলানা বেলাল হোসেনসহ বেশ কয়েকজন প্রার্থী মনোনায়ন সংগ্রহ করেছেন।

 

২০১৮ সালের নির্বাচনেও এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী হবেন এমনটি আশা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে, জাতীয় পার্টিও এ আসনটিকে কব্জায় নিতে মরিয়া।  

 

নির্বাচন প্রসঙ্গে এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর এ নির্বাচনী এলাকায় তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী নির্বাচনে এ এলাকার মানুষ নৌকাকেই জয়ী করবে। তিনি জানান, এ আসনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী হলে স্থানীয় ভোটারদের মতো তিনিও খুশি হবেন। কে এ আসনের হাল ধরবেন, সে ব্যাপারে প্রধানমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

 

পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা বলেন, এ আসনের মনোনয়ন সম্পর্কে দলের সভাপতিই চূড়ান্ত  সিদ্ধান্ত দেবেন। এরপরও যদি প্রধানমন্ত্রী নির্বাচনে আসেন তাহলে এলাকার মানুষ খুশি হবে। বিকল্প হিসেবে স্পিকারকেই তারা সমর্থন করবেন। কারণ, শেখ হাসিনার নির্দেশনায় তিনি এ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –