• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে ইটভাটা মালিকের ৫ লাখ টাকা জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৩  

ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করায় কেএসবি ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মোলানী আরাজি ঝাড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

এ বিষয়ে শাহরিয়ার রহমান বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইটসহ বিভিন্ন অপরাধে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভাটা মালিক অঙ্গীকার করেছেন তিনি ভাটাটি বন্ধ রাখবেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কেএসবি ইট ভাটাটির অবস্থান। ইট প্রস্তুত করণের জন্য যে মাটি ব্যবহার করা হয়েছে সেটার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসকের অনুমোদন নেই। ইটভাটায় ৫০ ভাগ হলফ বিস্ট তৈরি করার কথা থাকলেও এখানে কোনো হলফ বিস্ট দেখা যায়নি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –