• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও কবি রাম চন্দ্র দাসকে সম্মাননা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২  

সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও কবি রাম চন্দ্র দাসকে সম্মাননা         
বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও প্রখ্যাত কবি রাম চন্দ্র দাসকে  ইএসডিও’র সম্মাননা ২০২২ প্রদান করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় ইএসডিও মিলনায়তন কলেজপাড়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।  সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা কে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পড়িয়ে দেন ইকো   পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার। এবং ঠাকুরগাঁও জেলার একমাত্র মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ইএসডিও র সহযোগীয় নির্মিত ‘অপরাজেয় ৭১’ এর রেপ্লিকা তুলে দেন  নারী কল্যাণ ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌসী। 

এসময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান ফুলের শুভেচ্ছা ও উত্তরিয় পরিয়ে দেন এবং অপরাজেয় ৭১ এর রেপ্লিকা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ   জাহাঙ্গীর হোসেন। 

সংবর্ধনা শেষে ইএসডিওর আয়োজনে কবি পূর্ণ পাত্র এর গ্রন্থনা ও নির্দেশনায় এবং শুদ্ধমঞ্চ এর পরিবেশনায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরার অংশগ্রহণে কবি রাম চন্দ্র দাসের গান - কবিতা অবলম্বনে গীতিআলেখ্য ‘নিরুত্তর’ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

পরে সম্মাননা পত্র পাঠ করেন  ইকো কলেজের শিক্ষক রিক্তা রাণী ভট্টাচার্য ও ইএসডিওর এপিসি নির্মল মজুমদার। এর পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মাহবুবুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

পরে সংবর্ধিত ব্যক্তিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, প্রিন্ট্স ও ইলেক্ট্রিনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –