• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রাণীশংকৈলে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিন মামলায় (২১ বছর) সাজাপ্রাপ্ত আব্দুল জলিল ওরফে কানকাটা জলিল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই মোঃ আহাদুল জামান রাত্রীকালীন জরুরী ডিউটিতে নিয়োজিত থাকা এসআই মোঃ এরশাদ আলী, রাত্রীকালীন বাজার ডিউটিতে নিয়োজিত থাকা এসআই বদিউজ্জামান ও এএসআই মোঃ মতিউর রহমান সহ পুলিশের গ্রেপ্তারি অভিযান পরিচালনার সময় আসামি জলিলকে সোমবার (১৭ অক্টোবর) রাত দেড়টার সময় উপজেলার বাচোর ইউনিয়নের সুন্দরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে জিআর নং-৩২৭/১০ এর ০৫ (পাঁচ)বছর সশ্রম কারাদণ্ড এবং ৩০০০(তিন হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৩(তিন)মাস বিনাশ্রম কারাদণ্ড, জিআর নং-২৪৭/১০ এর ০২ (দুই)বছর সশ্রম কারাদন্ড এবং ২০০০ (দুই হাজার)টাকা জরিমানা অনাদায়ে ০২ (দুই)মাসের সশ্রম কারাদণ্ড, জিআর নং-১০০৬/১৫ এর ১৪ (চৌদ্দ) বছর সশ্রম কারাদন্ড এবং২০০০০ (বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল পৃথক তিনটি মামলায় ২১ বছর সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

আব্দুল জলিল ওরফে কানকাটা জলিল উপজেলার বাচোর ইউনিয়নের সহোদর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, গ্রেপ্তারী অভিযান পরিচালোনার মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জলিলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –