• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের সভাপতি হালিম সম্পাদক সোহেল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মার্চ ২০২২  

মানবতার সেবাই মূল লক্ষ্য এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ঠাকুরগাঁও থেকে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে এটি গঠন করা হয়েছে। 

রোববার (১৩ মার্চ) বিকেলে দশ মাসের জন্য সিঙ্গাপুরে অবস্থানরত আব্দুল হালিমকে সভাপতি ও মালেশিয়ায় অবস্থানরত সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ১৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল হোসেন।

সংগঠনটির প্রধান উপদেষ্টা কামাল হোসেন বলেন, বিগত ছয় মাসে আগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী দশ মাসের জন্য ১৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির হাত ধরে ভালো কিছু পাওয়া যাবে বলে আমি আশা করছি। সেই সঙ্গে এই কমিটির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো স্বাবলম্বী হবে। সমাজের অসহায়, অস্বচ্ছল ও দুস্থ মানুষের উপকার হবে এ সংগঠনটির মাধ্যমে। 

নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. হালিম বলেন, আমরা দেশের বাইরে অবস্থান করি। বাইরের দেশে আমরা বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে কাজ করি। মূলত জেলার সকলে মিলে আমাদের একতা ও ঐক্যবদ্ধ থাকার জন্য এ সংগঠনের পথচলা। পাশাপাশি আমাদের জেলার যারা অসহায় ও দুস্থ মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সকলের সার্বিক সহযোগিতা পেলে আমরা আমাদের নিজ জেলার জন্য পাশাপাশি দেশের জন্য ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –