• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২  

ঠাকুরগাঁও ৫০ বিজিবি অভিযান পরিচালন করে প্রায় ৫৩ কেজি ওজনের ১ টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলাধীন নিচিন্তপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মূর্তিটি উদ্ধার করা হয়।

৫০ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল এস এম মোস্তাফিজুর রহমানের নির্দেশনা মোতাবেক অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে বর্ণিত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫২.৮৭০ কেজি ওজনের ০১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫২,৮৭,০০০/- (বায়ান্ন লক্ষ সাতাশি হাজার) টাকা। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/শনাক্ত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর ২০২১ তারিখ অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে সর্বমোট ৬৫,৪৫,০০০/- (পয়ষট্টি লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা মূল্যমানের মোট ৬৫.৪৫০ কেজি ওজনের ০৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –