• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ‘মনোমাইম ফেস্টিভ্যাল’

ডেস্ক রিপোর্ট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের আয়োজনে আগামী ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত রংপুরে অনুষ্ঠিত হবে দু’দিন ব্যাপী ‘২য় মনোমাইম ফেস্টিভ্যাল ২০১৮’। রংপুরের কারমাইকেল কলেজের অন্নদামোহন হলে ৩০শে নভেম্বর সন্ধ্যা ৬টায় টাউন হল চত্বরের সাহিত্যমঞ্চে এটির উদ্বোধন হবে।

এ আয়োজনে বাংলাদেশ ও পশ্চিম বাংলার মূকনাট্য নির্দেশকদের সঙ্গে মূকাভিনয় ও নাট্যসংগঠকরা যোগ দেবেন। আদিতম অনুপম শিল্প মূকাভিনয়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তা সত্ত্বেও নাগরিক শহরকেন্দ্রিক চর্চার সীমাবদ্ধতা কাটিয়ে সারাদশে শিল্পটিকে ছড়িয়ে দেয়ার প্রয়াস এ মূকাভিনয় ফেডারেশানের। আর তাই দেশে মূকাভিনয় চর্চারত দলগুলোর ঐক্যবদ্ধ সংগঠন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের এ আয়োজন।

 

1.রংপুরে ‘মনোমাইম ফেস্টিভ্যাল’

উৎসবটির উদ্বোধন করবেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব। অতিথি হিসেবে থাকবেন রংপুর শিল্পকলা একাডেমির প্রাক্তন সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান জাহিদ রিপন।

উৎসবে দু’দিন ব্যাপী মূকাভিনয় পরিবেশন করবেন রঙ্গন আহমেদ, রিজোয়ান রাজন, রাজ ঘোষ, সব্যসাচী দত্ত, মাসউদুর রহমান, মীর লোকমান, ধীরাজ হাওলাদার, মাহবুব আলম, শহীদুল বশর মুরাদ, মৌসুমী মৌ, মেজবাহ চৌধুরী, উজ্জ্বল উচ্ছাস, রবিউল আলম প্রমুখ।

সমগ্র আয়োজনে সমন্বয়কারী হিসেবে রয়েছেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –