• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সুবিধাবঞ্চিত নারীদের  ফ্রি সেলাই প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

রংপুর নগরীতে ‘অবলম্বন প্রকল্প’ এর ব্যবস্থাপনায় ব্র্যাক ও সিঙ্গারের যৌথ উদ্যোগে রংপুর সদর উপজেলা শাখার সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ২মাস ব্যাপী ফ্রি সেলাই প্রশিক্ষণ শেষে সনদপত্র  প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে নগরীর পাঠান পাড়ায় ব্র্যাক অফিসে প্রথম ব্যাচ ও দ্বিতীয় ব্যাচের সফল ভাবে কোর্স সম্পন্নকারী  ৪৪জন সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ১৪নং ওর্য়াড কাউন্সিলর  শফিকুল ইসলাম মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন  সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহেদা বেগম বেবি, ব্র্যাক হেড অফিসের ফিল্ড কো অডিনেটর শাহিনুজ্জামান, সিঙ্গারের জেলা প্রতিনিধি তানজীমুল হাসান, ব্র্যাকের শাখা ব্যাবস্থাপক ধনেন জয় চন্দ্র সরকার, জাহেদা খাতুন গার্লাস স্কুল এ- কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম দুলাল, ব্র্র্যাকের প্রজেক্ট অফিসার তহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য রংপুরে ব্র্যাক ও সিঙ্গার এই অবলম্বন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জেলায় ১৫টি সেন্টারে মোট ৫ হাজার সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ফ্রি সেলাই প্রশিক্ষণ দিয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –