• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

একই বস্তু দু’বার দেখছেন?

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

আপনি কি কোন বস্তু দু’বার দেখছেন? একই বস্তুর দুটি প্রতিচ্ছবি দেখতে পাওয়াকে ডাবল ভিশন বলে। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি একই বস্তুর দুটি প্রতিচ্ছবি একটির সাপেক্ষে আরেকটি লম্বা, আনুভূমিক (লম্ব ও আনভূমিক উভয়ই) বা আড়াআড়িভাবে দেখে থাকেন। লক্ষণটি ডিপলোপিয়া নামেও পরিচিত। সাধারণত এক্সট্রাঅকুলার মাস্ল এর স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হওয়ার ফলস্বরূপ এই সমস্যা দেখা দেয়, অর্থাৎ এই সমস্যার ফলে দু’চোখ স্বাভাবিক থাকলেও কোনো বস্তুর সঠিক প্রতিচ্ছবি গঠনের জন্য সঠিকভাবে সমকেন্দ্রী হতে পারে না।

কিছু শারীরিক প্রক্রিয়াগত সমস্যা, নিউরোমাকুলার জাঙ্কশনের সমস্যা ও মাংসপেশীকে উদ্দীপনকারী ক্র্যানিয়াল নার্ভের সমস্যার কারণে ডাবল ভিশন হতে পারে। এছাড়াও কিছু ক্ষেত্রে সুপরা-নিউক্লিয়ার-অকুলোমটোর পাথওয়ের কোনো সমস্যা বা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের কারণেও এই সমস্যা দেখা দেয়।

অনেক সময় সাধারণ অবস্থায়ও আমরা হঠাৎ দুটো করে দেখতে পারি। যেমন দ্রুতগতিতে ছুটে চলা যানবাহনে বসে বা দূরবর্তী কোনো কিছুর দিকে তাকিয়ে থাকতে থাকতে বা দীর্ঘ সময় চোখের কাজ করার পর চোখের পেশিগুলো ক্লান্ত হয়ে পড়লে। সমস্যাটা শিশুদেরই বেশি হয়, আর একে বলে ফিজিওলজিক্যাল ডাবল ভিশন। কিন্তু বারবার এবং স্বাভাবিক অবস্থায়ও এমনটা হতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পরীক্ষা-নিরীক্ষা করানো উচিত। তারপর রোগ বুঝে চিকিৎসা। যেমন পেশি বা লেন্সের সমস্যায় শল্যচিকিৎসা বা অন্য কোনো রোগের জন্য সেই রোগের ওষুধ। সমস্যাটা মস্তিষ্কে হলে তার চিকিৎসা জরুরি।

বস্তুর ছবি চোখের স্বচ্ছ কর্নিয়া ভেদ করে প্রবেশ করে। এটা অনেকটা জানালার মতো। তারপর আছে লেন্স, যা ছায়াটিকে কেন্দ্রীভূত করে বা ফোকাস করে রেটিনার ওপর ফেলে। ছবিটা মস্তিষ্ক পর্যন্ত নিয়ে যায় স্নায়ু। এসব জায়গার যেকোনো একটিতে সমস্যা হলে বস্তুকে দুটো করে দেখা যাবে। কর্নিয়ায় কিছু সংক্রমণের (যেমন কর্নিয়ায় আঘাত বা শুষ্কতা) জন্য ছবি প্রবেশে সমস্যা হয়। লেন্স ঘোলা হলে বা ছানি পড়লেও এই সমস্যা হতে পারে। চোখের পেশিগুলো ঠিকমতো কাজ না করতে পারলে চোখ ঠিকমতো দৃষ্টি নিবদ্ধ করতে পারে না। এ ধরনের সমস্যা হতে পারে থাইরয়েডের রোগে বা মায়েস্থেনিয়া, মালটিপল স্কেলরসিস, গুলে ব্যারি সিনড্রোম ইত্যাদি রোগে আক্রান্ত হলে। এসব ক্ষেত্রে পেশি দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিসের কারণে ¯স্নায়ু দুর্বল হলেও এ সমস্যা হতে পারে। মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক এবং টিউমারের মতো সমস্যার প্রভাবেও দুটো দেখার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –