• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আজব যত রেস্তোরাঁ

অনলাইন ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের সঙ্গে আলাদাভাবে একটু সময় কাটানোর জন্য হোক, রেস্তোরাঁর চেয়ে বিকল্প কোনো স্থান আর হতে পারেনা। আর এখন তো অলিতে গলিতে রেস্তোরাঁ! কিন্তু আপনি কোনটিতে যাবেন তা নিশ্চয়ই নির্ভর করে খাবারের মানের উপর অথবা রেস্তোরাঁটির আউটলুক দেখে! বিশ্বজুড়ে এমন কিছু রেস্টুরেন্ট রয়েছে যেগুলোর অদ্ভুত ডিজাইন, থিম ও পরিবেশনা যে কাউকে অবাক করবে মুহূর্তেই এবং জীবনে একবার হলেও সকলে এসব রেস্তোরাঁয় খেতে যেতে চাইবেন।

ডিনার ইন দ্য স্কাই

একটি ক্রেনে করে আকাশের খুব কাছাকাছি নিয়ে যাওয়া হল আপনাকে। সেখানে বসেই আপনি উপভোগ করতে পারবেন আপনার খাবার। এমন সুযোগই করে দিয়েছে বেলজিয়ামে অবস্থিত ডিনার ইন দ্য স্কাই রেস্টুরেন্ট। ২০০৬ সালের মে মাসে হাকুনা মাতাতা নামে একটি যোগাযোগ সংস্থা, যারা মূলত বিভিন্ন বিনোদন পার্ক নির্মাণ করে থাকে তারা এই রেস্টুরেন্টটি নির্মাণের সিদ্ধান্ত নেয়।

২২টি হোটেলের তরুণ মালিকেরা মিলে তাদের স্পেশাল শেফ দিয়ে এই রেস্তোরাঁটি চালু করে। এটি একটি ভাসমান রেস্টুরেন্ট। ক্রেনে করে আকাশে ভেসে ভেসে মানুষকে খাবার পরিবেশন করে যাচ্ছে। গত বছর থেকে এ পর্যন্ত, স্কাই ডিনার ৪৫টি দেশের আকাশকে অতিক্রম করেছে। এসব দেশের মধ্যে রয়েছে ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, দুবাই, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা ইত্যাদি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –