• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পাতা খাওয়াই ছাগলকে নিষ্ঠুর সাজা!

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

কলাগাছের পাতা খাওয়ার অপরাধে চার মাস বয়সী একটি ছাগলের বাচ্চাকে পিটিয়ে তার পা ভেঙে তিন খণ্ড করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকেলে সাতক্ষীরা জেলা শহরের পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া গ্রামে এ অমানবিক ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার আলী আকবর মাস্টার বাড়ির পাশে রাস্তার ধারে সরকারি জমিতে কলাগাছ রোপণ করেন। গতকাল বিকেলে তার বাড়ির পাশের আকবর আলীর একটি ছাগলের বাচ্চা ওই কলা গাছের একটি পাতা খেয়ে ফেলে।

এই অপরাধে অবসরপ্রাপ্ত শিক্ষর আলী আকবর ও তার ছেলে কাজল ছাগলটিকে ধরে পিটিয়ে তার পেছনের একটি পা ভেঙে ত্রিখণ্ডিত করে দিয়েছে।

ছাগলের মালিক জানতে পেরে ছাগলের বাচ্চাটিকে উদ্ধার করে।

ক্ষুব্ধ হয়ে ছাগলের মালিক আকবর আলী বলেন, আমার ছাগলের বাচ্চার পা খণ্ডখণ্ড হয়ে গেছে। চটা দিয়ে বেঁধেও রাখা যাচ্ছে না। ছাগলের বাচ্চার আর্তনাদ সহ্য করা যাচ্ছে না। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে টাউন শ্রীপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আকবর বলেন, রাস্তার ধারে আমার মালিকানাধীন কলাগাছের বাগানে দু’টি ছাগল এসে কলার পাতা খাচ্ছিল। ছাগল দু’টিকে লাঠি দিয়ে তাড়িয়ে দেয়া হয়েছে মাত্র। তবে এতে ওই ছাগলের পা ভেঙে যাওয়ার কথা নয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –