• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

কঙ্গোতে শান্তিরক্ষী মিশনের ঘাটিঁতে মর্টার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বেনি’তে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ঘাটিঁতে শুক্রবার এক মর্টার হামলার ঘটনা ঘটেছে। তবে এ হামলায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

দেশটিতে গত সপ্তাহেই স্থানীয় মিলিশিয়া বাহিনীর এক হামলায় ১২ জন কঙ্গোলিজ সেনা সদস্য ও ৭ জন শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছিলো। যেটি চলতি বছরে দেশটিতে জাতিসংঘের শান্তিবাহিনীর ওপর হওয়া অন্যতম ভয়ঙ্করতম হামলা বলে বিবেচনা করা হচ্ছে।

কঙ্গো সেনাবাহিনীর মুখপাত্র ম্যাক হ্যাযুকেই বলেন, কঙ্গো সেনাবাহিনী বেনি’তে শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনা তদন্ত করে দেখছে এবং শহরটির একাংশে কারফিউ জারী করেছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –