• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সবজির বাজার স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮  

রাজধানীর কাঁচাবাজারে স্থিতিশীল রয়েছে বেশির ভাগ সবজির দাম। অধিকাংশ শীতকালীন সবজিই হাতের নাগালে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত কাঁচাবাজার স্থিতিশীলই বলা যায়।

শুক্রবার রাজধানীর মিরপুর, কচুক্ষেত, রায়েরবাজার, জিগাতলা ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

রায়েরবাজারের বিক্রেতা করিম মোল্লা বলেন, শীতের সবজিতে বাজার ভরা। শীতের নতুন সবজি আসার সময় দাম একটু বেশি থাকলেও এখন স্থিতিশীল রয়েছে।

বাজারে গিয়ে দেখা গেছে, বেগুনের দাম প্রকারভেদে গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা, টমেটো ৯০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভেন্ডি ৪০ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, সিম বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি।

কাঁচামরিচ ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, করলা ৫০ টাকা, গাঁজর ৮০ টাকা, দেশি গাঁজর ৭০ টাকা, আলু নতুন ১৩০, আলু ২৮ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৩০ থেকে ৩৫ টাকা, প্রতি পিস ফুলকপি ৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ধনিয়াপাতা ১০ টাকা আটি, কাঁচকলা হালি ২০ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৪০ থেকে ৫০ টাকা, এ ছাড়া কচুর ছড়া ৬০ টাকা, লেবু হালি ২০ টাকা বিক্রি হচ্ছে।

এদিকে, ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১২০ টাকা, কক মুরগি ২১০ টাকা থেকে ৩০০ টাকা পিস বিক্রি হচ্ছে। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে নির্ধারিত মূলেই।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –