• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ক্ষুদ্র মাছচাষীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘রূপালি’

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

দেশের ক্ষুদ্র মাছচাষীদের জন্য পরামর্শ সেবা প্রদান করবে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘রূপালি’। এ লক্ষ্যে এসিআই এগ্রিবিজনেস এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ -এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের এসিআই সেন্টারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হকের উপস্থিতিতে এসিআই এগ্রিবিজনেস এর ম্যানেজিং ডিরেক্টর ড. এফ এইচ আনসারী এবং ওয়ার্ল্ডফিশ-এর কান্ট্রি ডিরেক্টর ও ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটির চিফ অব পার্টি ড. ম্যালকম ডিকসন নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

চুক্তি অনুযায়ী, এসিআই এবং ওয়ার্ল্ডফিশ যৌথভাবে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘রূপালি’ বাস্তবায়ন করবে। এর ফলে দেশের ক্ষুদ্র মাছচাষী ও স্থানীয়ভাবে সেবাদাতা প্রতিষ্ঠানসমূহ যেমন- মাছের খাদ্য বিক্রেতা, অ্যাকোয়া রাসায়নিক বিক্রেতা, হ্যাচারি মালিক, পুকুরের যান্ত্রিকীকরণ উপকরণ বিক্রেতা, মাছের পাইকারী বিক্রেতা, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সম্প্রসারণ সেবাদানকারী সংস্থাগুলোর কর্মকর্তা এবং গবেষকরা মৎস্যচাষ ও অ্যাকোয়াকালচার সংক্রান্ত সামগ্রিক তথ্য সহায়তা পাবেন।

২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, খুদেবার্তা, আউটবাউন্ড ও ইনবাউন্ড কল সেন্টারের সহায়তায় ‘রূপালি’ প্ল্যাটফর্মটি সক্রিয় থাকবে।

এখান থেকে একজন মাছচাষীর জন্য নিত্য প্রয়োজনীয় বিষয়ে; মাছ চাষের পরিকল্পনা থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব পরামর্শ প্রদান করা শুরু করবে বলে জানিয়েছেন রূপালি প্রকল্পের দলনেতা ও এসিআই এগ্রিবিজনেস-এর জেনারেল ম্যানেজার শামীম মুরাদ।

এ প্রসঙ্গে সরকারের মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হক বলেন, ডিজিটাল বাংলাদেশে এর মাধ্যমে মৎস্যচাষেও ডিজিটালাইজেশনের ছাপ লেগেছে, যা দেশের মৎস্যখাতকে আরো অনেক এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরো বলেন, আমি আশা করি, ‘রূপালি’র মাধ্যমে মাছচাষীরা আরো অনেক সহজে উন্নত তথ্য সেবা পেয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সক্ষম হবেন।

ওয়ার্ল্ডফিশ-এর কান্ট্রি ডিরেক্টর ড. ম্যালকম ডিকসন বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাছ চাষীদের সহায়তায় এসিআই নির্মিতব্য ‘রূপালি’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পেরে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন এ্যাক্টিভিটি খুবই আনন্দিত। সঠিক তথ্যের প্রাপ্যতা মৎস্যচাষী ও এই ভ্যালুচেইনে যুক্ত সব অ্যাক্টরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এসিআই’র পরামর্শদানকারী প্ল্যাটফর্ম রূপালি, বাংলাদেশের মৎস্য সেক্টরের সঙ্গে জড়িতদের জন্য প্রয়োজনীয় ও কার্যকর তথ্য প্রদানে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আর এর মাধ্যমে এই সেক্টরের সঙ্গে জড়িত ছোট-বড় সবার টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সহজ হবে।

এসিআই এগ্রিবিজনেস এর এমডি এবং সিইও ড. এফ এইচ আনসারী বলেন, কৃষকের জন্য সমৃদ্ধি বয়ে নিয়ে আসাই এসিআই এগ্রিবিজনেস এর ব্যবসায়িক মূলমন্ত্র। এ লক্ষ্য পূরণে এসিআই ক্ষুদ্র মাছচাষী ও তাদেরকে স্থানীয়ভাবে সেবাদাতাদের জন্য ডিজিটাল পরামর্শ সেবা নিয়ে আসতে যাচ্ছে। আমরা আশাবাদী যে ‘রূপালি’র সঙ্গে থেকে চাষীরা উৎপাদনশীলতা ও মুনাফা বৃদ্ধি করতে সক্ষম হবেন। আমরা সব অংশীজনকে এই প্ল্যাটফর্মে যোগ দিতে আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই লি.-এর ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রদীপ কর চৌধুরী; মৎস্য অধিদপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর জিল্লুর রহমান; এসিআই এগ্রিবিজনেস-এর অ্যানিমাল হেলথ বিভাগের বিজনেস ডিরেক্টর শাহীন শাহ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –