• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ৪২ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

ইমপালস হাসপাতালে গেল রবিবার থেকে লাইফ সাপোর্টে আছেন বরেণ্য চলচ্চিত্রকার, গীতিকার ও লেখক আমজাদ হোসেন। তার উন্নত চিকিৎসার খরচ বাবদ ২০ লাখ টাকা, এবং বিদেশ নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ২২ লাখ টাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমান।

প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় নিজ কার্যালয়ে ডেকে সোহেল আরমানের হাতে ৪২ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় সোহেল আরমানেরর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ও নির্মাতা এস এ হক অলিক।

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে গত রোববার সকালে আমজাদ হোসেনকে রাজধানীর ইমপালস হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। হাসপাতালে ভর্তির তিনদিনের মাথায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোহেল আরমান বলেন, প্রধানমন্ত্রী কথা রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য বাবাকে ব্যাংককে নেয়া হবে। সেজন্য প্রধানমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসার খরচ বাবদ মোট ৪২ লাখ টাকা প্রদান করেছেন। এর মাধ্যমে বাবাকে যে সম্মান দেয়া হলো, তা আজীবন স্মরণ রাখবো।

নন্দিত চলচ্চিত্রকার আমজাদ হোসেন মোট ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। এছাড়া একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারেও ভূষিতসহ একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –