• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

হাছন রাজার দেশে ‘ইত্যাদি’

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে হাছন রাজার দেশে সুনামগঞ্জ জেলার টেকেরঘাটে। ঐতিহাসিক, প্রাচীন, প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যঘেরা স্থানগুলোতেই অনুষ্ঠান নির্মাণের প্রয়াস। আর তারই ধারাবাহিকতায় এবার সুনামগঞ্জকে বেছে নেয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

তারা আরো জানান, দুর্গম অঞ্চলে অনুষ্ঠান হওয়া সত্ত্বেও অনুষ্ঠানস্থলে লক্ষাধিক দর্শকের সমাগম হয়েছিল। তাদের উপস্থিতিতে নান্দনিক বিষয়বস্তু তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করা হয়। এতে সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যঘেরা স্থানগুলো তুলে ধরা হয়েছে।

এছাড়া, হাছন রাজা, রাধারমণ দত্ত, দুরবিন শাহ এবং শাহ আবদুল করিমসহ অন্য লোকসাধকদের তথ্যভিত্তিক প্রতিবেদনও থাকছে। আর এগুলো তুলে ধরা হবে সেলিম চৌধুরী ও শুভ্রদেবের চারটি গানের সমন্বয়ে। প্রতীক হাসান ও অনিকার সুনামগঞ্জ নিয়ে গাওয়া গানের সঙ্গে থাকছে স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশনা।

দর্শকদের নিয়ে থাকছে আঞ্চলিক ভাষার একটি নাট্যাংশ। এ ছাড়া রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস নাট্যাংশ। এতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, শবনম পারভীন, আবদুল কাদের, আফজাল শরীফ, তারেক স্বপন, সোলায়মান খোকা প্রমুখ।

বরাবরের মতো অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি ৩০ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচার করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –