• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

বামরুনগ্রাদ হাসপাতালের রিপোর্টের অপেক্ষায় আমজাদ হোসেনের পরিবার

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

দেশের গুণী নির্মাতা আমজাদ হোসেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে রাজধানীর তেঁজগাওয়ের ইমপালস হসপিটালে ভর্তি আছেন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় আমজাদ হোসেনকে আগামীকাল সোমবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হতে পারে বলে জানিয়েছেন তার বড় ছেলে সাজ্জাদ হাসান দোদুল।

তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, এয়ার অ্যাম্বুলেন্স থেকে সকল কিছুর ব্যবস্থা করা আছে। গতকাল বাবার অবস্থা একটু খারাপের দিকে চলে যায়। আজকে এখানে ডাক্তাররা তার ফিজিক্যাল রিপোর্ট দিবেন। আমরা সেটা আজ দুপুরের মধ্যে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠাবো। সেই হাসপাতাল থেকে বাবার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা দেখে জানাবেন। তারপর সিদ্ধান্ত নিব কখন বাবাকে সেখানে নেয়া হচ্ছে। যদি রিপোর্ট পজেটিভ হয় তাহলে সোমবার থাইল্যান্ডে বাবাকে নেয়া হবে।

তিনি বলেন, নির্বাচনের এতো ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রী আমাদের পরিবারের জন্য অনেক করছেন। তার কাছে আমরা কৃতজ্ঞ।

আমজাদ হোসেন কর্মজীবনে তিনি নির্মাণ করেছেন ‘সুন্দরী’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’র মতো কালজয়ী বেশ কিছু চলচ্চিত্র। কর্মজীবনের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন এ গুণী নির্মাতা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –