• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগে মনোনয়ন পেলেন আসাদুজ্জামান নূর, মমতাজ ও ফারুক

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

আসছে ৩০ ডিসেম্বর হতে চলছে একাদশ সংসদ নির্বাচন। নির্বাচন এদেশে জাতীয় উৎসবের মতো। সাধারণ জনগণ তাদের মূল্যবানভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য নির্বাচন করেন। আসন্ন নির্বাচন উপলক্ষে দেশের প্রায় সবকটি দল মনোনয়ন ফরম বিক্রি ও বাছাই করেছে। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছেন। দলটি থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত শোবিজের মধ্যে অভিনেতা আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী মমতাজ ও নায়ক ফারুক দলীয় মনোনয়ন পেয়েছেন।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ ও কণ্ঠশিল্পী মমতাজ মানিকগঞ্জ-২ এবং ঢাকা-১৭ আসনে নায়ক ফারুক মনোনয়ন পেয়েছেন। রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেকের কিছু অংশ নিয়ে ঢাকা-১৭ আসন। এ আসনটিতে ২০০৮ সালে নির্বাচিত হয়েছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ এবং ২০১৪ সালে ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ।

এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মিডিয়া অঙ্গনের নমিনেশন অনেকে কিনেছিলেন। তাদের মধ্যে রয়েছেন, কবরী, শাকিল খান, তারানা হালিম, ডিপজল, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন, জ্যোতিকা জ্যোতি, সিদ্দিকুর রহমানসহ আরো অনেকে। কিন্তু শেষ পর্যন্ত নমিনেশন পেয়েছেন নূর আর মমতাজই।

এদিকে দেশের আরেক বৃহত্তম দল বিএনপি থেকে নমিনেশন কিনেছেন এক ঝাঁক তারকা। সিরাজগঞ্জ-১ আসন থেকে কণ্ঠশিল্পী কনক চাঁপা, সিলেট-৬ আসন চিত্রনায়ক হেলাল খান, নীলফামারী-৪ আসন থেকে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ঝিনাইদহ-৩ আসন থেকে কণ্ঠশিল্পী মনির খান নির্বাচন করার জন্য বিএনপির মনোনয়নপত্র কিনেছেন।

এখন দেখার অপেক্ষা আওয়ামী লীগের মতো মনোনয়নের দৌড়ে বিএনপি থেকে নমিনেশন কেনা তারকাদের কেউ পিছিয়ে রাখা হয় কিনা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –