• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

‘ও আমার হাসি দেখে পাগল হয়ে যায়’

বিনোদন ডেস্ক :

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

একা কিছুই করা যায়না। আসলে একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। তবে আমি একা শুধু অনন্তকে আপন করতে পেরেছি। ও আমার হাসি দেখে পাগল হয়ে যায়। মঞ্চে দাড়িয়ে আগত অতিথি দর্শকদের সামনে কথাগুলো এভাবেই বলছিলেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা বর্ষা।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনর ৮নং ফ্লোরে শনিবার দৃষ্টিপ্রতিবন্ধধীদের চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ‘ডিবেট ফর ডেমোকসি’। এ অনুষ্ঠানের মাধ্যমে নিজের প্রতিষ্ঠানে তিন দৃষ্টিপ্রতিবন্ধীকে চাকরির নিয়োগপত্র তুলে দেন অনন্ত জলিল ও বর্ষা। এসময় আরো উপন্থিত ছিলেন ‘ডিবেট ফর ডেমক্রেসি’র চেয়ারম্যান চৌধুরী হাসান আহমেদ কিরণ ও উদ্যোক্তা সুমন ফারুক। এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বর্ষা বলের, আমাদের দেশের এত বড় একটা অংশ প্রতিবন্ধী, তাদের প্রতি সহানুভূতি নিয়ে সকল সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। তবেই প্রতিবন্ধীর সাবলম্বী হতে পারবেন। আসলে একার পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব নয়। আমি একা শুধু অনন্তকে আপন করতে পেরেছি।
 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –