• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো না: রিয়াজ

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

ঢালিউডের অত্যন্ত সফল চিত্রনায়ক রিয়াজ আহমেদ। রুপালি পর্দায় অনিয়মিত হলেও ভক্তদর্শকদের কথা চিন্তা করে মাঝে মধ্যেই ছোট পর্দায় কাজ করছেন তিনি। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে একটি দলের হয়ে প্রচারণার অংশ নিচ্ছেন রিয়াজ।

শোবিজের অনেক তারকাকে নির্বাচনের নমিনেশন কিনতে দেখা গেলেও সে তালিকাতে নেই তার নাম। নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও এমপি প্রার্থী কেন হলেন না? এমন প্রশ্নের জবাবে ডেইলি বাংলাদেশকে রিয়াজ বলেন, আমি বিমান বাহিনীতে থাকা অবস্থায় প্রশিক্ষণের জন্য তুরস্ক গিয়েছিলাম। আমার পারফরমেন্স দেখে তূর্কি বিমান বাহিনীর প্রধান আমাকে বলেছিলেন, আমরা তোমাকে উন্নত সুযোগ সুবিধা দেব, তুমি আমাদের দেশে থেকে যাও। আমি তার প্রস্তাব সম্মানের সঙ্গে ফিরিয়ে দিয়ে বলেছিলাম, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো না। আমি আমার দেশকে ভালোবাসি, আমাকে যতই সুুযোগ সুবিধা দেয়া হোক, আমি কোথাও থাকবো না।

এখন আসি এমপি হওয়া বা নমিনেশনের কথায়। দেখুন যারা এমপি হবেন তারাতো দেশের সেবা করবেন, আমি এমপি হলেও দেশের সেবা করবো কিন্তু আমিতো এমপি না হয়েও দেশের সেবা করছি। যৌবনের শুরুতে সৈনিক হয়ে দেশের সেবা করেছি, এরপর চলচ্চিত্রে এসে দেশবাসীকে বিনোদন দিয়েছি। এছাড়া বিগত বেশ কয়েক বছর যাবৎ সামাজিক সচেতনতামূলক কাজ করে যাচ্ছি। এর মধ্যে রয়েছে, যক্ষ্মা, এইডস, নারী ও শিশু, গর্ভবতী এবং পরিচ্ছনতা অভিযান। দেশের সেবা করতে হলে যে তাকে এমপি হতে হবে আমি তা মনে করি না।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –