• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেরদৌসের ‘ছাত্রী’ পূর্ণিমা

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

বেশ কিছুদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অভিনয় থেকে দূরে ছিলেন পূর্ণিমা। তবে সুস্থ হয়েই আবারো নিজের কাজে ফিরে এলেন তিনি। আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে চিত্রনায়ক ফেরদৌসের ‘নূজহাত ফিল্মস’ ও নেয়ামুলের ‘ইচ্ছেমতো’ প্রযোজনা সংস্থার প্রযোজিত এবং নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার শুটিং।

এই সিনেমায় পূর্ণিমাকে একজন এনজিও কর্মীর চরিত্রে দেখা যাবে। যেহেতু পূর্ণিমা একজন এনজিও কর্মী, তাই গ্রামের বিভিন্ন জায়গায় স্কুটিতে চড়ে ছুটে বেড়াতে হবে। আর সে কারণেই স্কুটি শেখার প্রয়োজন পরে তার।

তবে নায়িকাকে স্কুটি শেখানোর গুরু দায়িত্ব নিয়েছেন বন্ধু ফেরদৌস নিজেই। গেল শুক্রবার থেকে ফেরদৌস পূর্ণিমাকে স্কুটি চালানো শেখাচ্ছেন। টানা এক সপ্তাহ তিনি এই স্কুটি চালানোর প্রশিক্ষক হিসেবে পূর্ণিমাকে স্কুটি শেখাবেন।

 

1.ফেরদৌসের ‘ছাত্রী’ পূর্ণিমা

অনেকটা হেসেই ফেরদৌস বলেন, যেহেতু সিনেমার গল্পের প্রয়োজনেই পূর্ণিমাকে আমার স্কুটি চালানো শেখাতে হচ্ছে এবং আমিই এ সিনেমার প্রযোজক, সে কারণে দ্বায়িত্বটা নিয়েছি। আমি চেয়েছি পূর্ণিমা স্কুটি শিখেই এতে অভিনয় করুক। চাইলেই ডামি ব্যবহার করা যেত। কিন্তু সেটা ভালো দেখাত না।

পূর্ণিমা বলেন, ‘গাঙচিল’ গল্পের প্রয়োজনেই পরিচালক এবং প্রযোজকের আগ্রহকে কষ্ট হলেও আমি স্কুটি চালানো শিখছি। এর আগে স্কুটি বা সাইকেল চালানো কখনোই শিখিনি আমি। তবে আমার বিশ্বাস কয়েক দিনের টানা চেষ্টায় বেশ ভালো স্কুটি চালানো শিখে ফেলব, সেই আত্মবিশ্বাস আছে। আমার খুব ভালো একজন বন্ধুর কাছে আমি এটা শিখছি, এটা অবশ্য আমার অনেক ভালো লাগার।

এদিকে পূর্ণিমা নিয়মিত আরটিভিতে প্রচার চলতি ‘এবং পূর্ণিমা’রও উপস্থাপনা করছেন। গত শুক্রবার তার নিমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কন্ঠশিল্পী মিনার ও প্রীতম।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –