• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মুর্শিদা জামানের ‘অগমপারে’

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

জীবন চলার পথে মাঝে মাঝে নিজের কাছে একটাই প্রশ্নই চলে আসে, আর সেটি হলো আমি কী এই জীবন চেয়েছিলাম? সেই উত্তর যদি ‘না’ হয় তাহলে সেখানেই চলে আসে অসহায়ত্ব।

জীবনব্যাপী নিজেকে চিনতে না পারার অসহায়ত্ব নিয়েই মুর্শিদা জামান নির্মাণ করেছেন শর্ট ফিল্ম ‘অগমপারে’। শর্টফিল্মের গল্পটি এগিয়েছে এক নারী সাংবাদিক ও চিত্রশিল্পীকে কেন্দ্র করে।

চরিত্রদুটি রূপায়ন করেছেন, চিত্রশিল্পী নাজিব তারেক ও আফসানা হাসান সেঁজুতি।

মুর্শিদা জামান বলেন, সিনেমায় দেখা যাবে একটি মেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন এক চিত্রশিল্পীর মুখোমুখী হয়, সেই যেন তার কাঙ্খিত মানুষ। সে বুঝতে পারে, অনাকাঙ্খিত কিছু সম্পর্ক সে যাপন করে আসছে। বাস্তবতা আর আবেগের দ্বন্দ্বে পড়ে যায় রেবুতি। তার পরের গল্পটা জানার জন্য সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

রেবুতি চরিত্র রূপায়নকারী আফসানা হাসান সেঁজুতি বলেন, এক কথায় বলতে গেলে সিনেমাটি হলো নারীর জন্য রিকল অব লাইফ।

তিনি জানান, সিনেমার এই নারী বাস্তবতা আবেগকে হারিয়ে দিয়ে পথ চলে। তারপরও সে মনে করে, জীবনটা এমন হতে পারতো।

সিনেমার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস মুমু। শিল্প নির্দেশক ন্যান্সি দেওয়ান সামিরা। চিত্রগ্রহণে ছিলেন এস. আই. সজল। আর স্থির চিত্রগ্রহণে, এস. আই. সজল, সামিউল হক সামি, রিয়াসাত হাসান জ্যোতি, ন্যান্সি দেওয়ান সামিরা।

পোস্টার ডিজাইন করেছিলেন সামিউল হক সামি। সম্পাদানায় ছিলেন চৈতালী সমাদ্দার। প্রযোজনায়, রিয়াসাত হাসান জ্যোতি ©জলপরী প্রোডাকশন।

অগমপারের শুটিংয়ের কাজ শেষে সম্পাদনার কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –