• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আমজাদ হোসেনের অবস্থা অপরিবর্তিত

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

বরেণ্য চিত্রপরিচালক আমজাদ হোসেনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। সোমবার রাতে বেশ ক'টি গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করে যা বানোয়াট এবং ভুয়া। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।আমজাদ হোসেনের বড় ছেলে মঙ্গলবার সকাল ৯ টার দিকে  জানান, আব্বার অবস্থা আগের মতোই আছে। আমি বলবো একটা দ্বায়িত্বশীল জায়গায় বসে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করা সত্যি অতি দুঃখজনক।

তিনি বলেন, এ রকম খবর প্রকাশের আগে পরিবারের সদস্য বা হাসপাতালের ইমারজেন্সি নাম্বারেও ফোন করে খোঁজ নিতে পারে। হাসপাতালের ইমারজেন্সি নাম্বার গুগলেও সার্চ করলে পাওয়া যায়। কে যে কি প্রকাশ করে এতো মূর্খতার শেষ কোথায়।

এর আগে রোববার আমজাদ হোসেনের চিকিৎসা ও এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ৪২ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় ৭টায় ব্যাংকক থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে তাকে নিতে। সঙ্গে থাকবেন চিকিৎসকদের একটি দল।

দোদুল জানান, ব্যাংককের চিকিৎসক বাবার শারীরিক অবস্থা ৩ ঘন্টা পর্যবেক্ষণ করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করানো হবে কি না! নূন্যতম সম্ভাবনা থাকলেও তাকে নিয়ে যাওয়া হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –