• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

গোপনে মুম্বাই ঘুরে গেলেন ইরফান খান

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

ইরফান খানইরফান খান মুম্বাই এলেন, দুই দিন থাকলেন, আবার লন্ডনে ফিরে গেলেন। কিন্তু তা জানতেই পারেনি ভারতের সংবাদমাধ্যম। জানা গেছে, সম্প্রতি দুই দিনের জন্য মুম্বাই এসেছিলেন ইরফান খান। তাঁর পরিবার চায়নি, ব্যাপারটি জানাজানি হোক। এ কারণেই ইরফান খানের মুম্বাই আসা, এখানে থাকা এবং লন্ডনে ফিরে যাওয়া—সবকিছুতেই খুব গোপনীয়তা রক্ষা করা হয়, তেমন কাউকে জানানো হয়নি। লন্ডনে এখন ইরফান খানের ক্যানসারের চিকিৎসা হচ্ছে।

মুম্বাইয়ে দুই দিন ইরফান খান কী করেছেন? তাঁর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর শিবমন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে মুম্বাই আসেন ইরফান খান। মুম্বাই আসার পর তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সুতপা সিকদার। ইরফান খান সেখানে পূজা দিয়েছেন। তাঁর মুম্বাই আসা এবং লন্ডনে ফিরে যাওয়ার ব্যাপারটি নিয়ে যেমন গোপনীয়তা রক্ষা করা হয়েছে, ঠিক তেমনি তিনি যে ত্রিম্বকেশ্বর শিবমন্দিরে পূজা দিয়েছেন, তা নিয়ে কোনো আলোচনা হোক, এটাও চায়নি তাঁর পরিবার।

এর আগে গত সেপ্টেম্বর মাসে জানা যায়, ইরফান খান নাকি শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবেন। আবার চলচ্চিত্রের শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। উধম সিংয়ের বায়োপিক তৈরি করবেন পরিচালক সুজিত সরকার। ছবিতে উধম সিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক আগে থেকেই ভেবে রেখেছেন বলিউডের এই শক্তিমান অভিনেতাকে। তাঁর সঙ্গে আলোচনাও করেছেন। কিন্তু ইরফান খান হঠাৎ অসুস্থ হওয়ায় থেমে যায় সব। মুম্বাই মিরর জানায়, লন্ডনে চিকিৎসায় ভালোই সাড়া মিলেছে। বলিউডের এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ। হয়তো শিগগিরই তিনি ছবির শুটিং করবেন।

এর আগে নিজের অসুস্থতার খবর জানিয়ে গত ৬ মার্চ ইরফান খান টুইটারে লিখেছেন, তিনি বিরল রোগে আক্রান্ত! এরপর ১৬ মার্চ তিনি জানান, তাঁর ‘স্নায়ুকোষে টিউমার’ হয়েছে। এই সমস্যার নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। এরপর চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –