• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

মুক্তিযোদ্ধার নাতি হয়েও কোটা চান না বেরোবি শিক্ষার্থী আলবির

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশ বাতিলের দাবিতে সারাদেশে একযোগে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও কলেজের শিক্ষার্থীরা।

এ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন মুক্তিযোদ্ধা পরিবারের নাতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আহমাদুল হক আলবির। তাকে সারা দেশের ন্যায় বেরোবি শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়।

আলবির বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, দেশ স্বাধীন হয়ে ছিল বৈষম্য দূর করার জন্য। কিন্তু বর্তমানে যে হারে কোটা রয়েছে সেখানে মেধাবীদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমি একজন দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসেবে এই কোটা সংস্কার চাই।

তিনি আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছি সম্পূর্ণ নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতে। আমি কোটা ব্যবহার করেনি। ভবিষ্যতে কর্মজীবনেও এই কোটা ব্যবহার করতে চাই না। আমি মনে করি কোটা একটি জাতিকে পিছিয়ে দেয়। তৈরি করে বৈষম্য।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –