• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাবিতে আইন বিভাগে ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগে সান্ধ্যকালীন পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সে ২০১৮-১৯ সেশনে ভর্তির আবেদন গ্রহণ শেষ ১৭ নভেম্বর।

সূত্র জানায়, পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রেভিনিউ ‘ল’ (এক বৎসর মেয়াদী) কোর্সে আবেদনের জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রত্যেকটিতে নূন্যতম জিপিএ-২.৫০ ও সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষার প্রত্যেকটিতে ন্যূনতম ২য় বিভাগ অথবা স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ২.৫০ গ্রেডসহ স্নাতক ডিগ্রি অথবা সনাতন পদ্ধতির ক্ষেত্রে ২য় শ্রেণী থাকতে হবে। কোন পর্যায়ে ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযোগ্য হবে না।

এদিকে ভর্তির জন্য বাংলা, ইংরেজী ও সাধারণ জ্ঞান এই তিন বিষয়ে লিখিত পরীক্ষা হবে। পরবর্তীতে চূড়ান্তভাবে উত্তীর্ণরা ভর্তি হতে পারবে। নির্ধারিত তারিখ বিভাগের নোটিশ বোর্ড ও বিভাগীয় অফিস থেকে জানা যাবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –