• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চিরিরবন্দরে পিএসসিতে বসছে ৬ হাজার শিক্ষার্থী

নিজেস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

দিনাজপুরের চিরিরবন্দরে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমপানী পরীক্ষায় অংশগ্রহণ করবে ৬ হাজার ৬৮০ জন শিক্ষার্থী।

এর মধ্যে প্রাথমিকে ছেলে ৩ হাজার ৬৬ জন ও মেয়ে ৩ হাজার ১০৮ জন। ইবতেদায়ীতে ছেলে ৩৩৮ ও মেয়ে ১৬৮ জন।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলার সরকারি, কিন্ডার গার্টেন, ব্র্যাক, স্বতন্ত্র ইবতেদায়ী ও উচ্চ মাদরাসা সংযুক্ত মোট ৩২৪টি প্রতিষ্ঠান থেকে ১৭ কেন্দ্রে এসব পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন জানান, কেন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন। তাছাড়া পরীক্ষা কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার্থে একজন করে পুলিশ ও দুজন করে গ্রাম পুলিশ নিযুক্ত থাকবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –