• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

চবিতে বিতর্ক প্রতিযোগিতা

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠনচিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’’ এর উদ্যোগে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা উৎসব।

সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য . ইফতেখার উদ্দীন চৌধুরী এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

প্রতিযোগিতায় স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার দুপুরে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে সিইউডিএস কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু ফয়সাল। দিনব্যাপী এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে আইন অনুষদের অডিটোরিয়ামে।

এক প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ে সাধারণত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব হয়ে থাকে। কিন্তু এটি ব্যতিক্রম। এখানে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্বনামধন্য স্কুল কলেজের বিতার্কিক বন্ধুরা অংশগ্রহণ করবেন। প্রথমদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট রাউন্ড বিতর্ক অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন হবে বাকি রাউন্ড।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –