• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট, দৈনিক ঠাকুরগাঁও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তাই দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন দেশের মানুষ শিক্ষিত হলে দেশ থেকে দরিদ্রতা এমনিতেই হ্রাস পাবে। আর দরিদ্রতা হ্রাস পেলে দেশ উন্নত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। পিতার মত তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের ভালোবাসেন। কোন শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে দিকেও প্রধানমন্ত্রীর সুদূর লক্ষ্য আছে। আজকের শিশু, আগামীর ভবিষ্যৎ কর্ণধার। তারা শিক্ষিত হলে দেশ আরও বেশি এগিয়ে যাবে। আজকের ছোট ছোট শিশুরা একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সকল শ্রেণি-পেশার মানুষের মাঝেই বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –