• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান রাজশাহী নগরীর আলুপট্টিস্থ বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বেলুন-পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকীর গেঞ্জি-ফেস্টুনসহ বর্ণিল সাজে ট্রাক শোভাযাত্রা রাজশাহী মহানগরী প্রদক্ষিণ করে।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক, ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল। চীফ-কো অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমীন প্রামাণিক। এসময় ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রমানিক, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, প্রক্টর আজিবার রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকার শিল্পী রেখা-পলাশসহ বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –