• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

হাবিপ্রবিতে ত্রিমুখী মানববন্ধন ও প্রতীকী অনশন

ডেস্ক রিপোর্ট :

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার ত্রিমুখী মানববন্ধন, মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী অনশন, অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদ ও ছাত্রলীগ আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক ডা. ফজলুল হক, ভবেন্দ্র কুমার বিশ্বাস, ছাত্র গোলাম সাওয়ার ফরহাদ, এসআর সৈকত, রিয়াদ খান, মোস্তাফা তারেক চৌধুরী, চয়নিকা ব্যানার্জি প্রমুখ।

মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিক সমাজের কন্ঠ রোধ করার অংশ হিসেবে সভাপতি আব্দুর নূরের নামে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, ১৪ নভেম্বর সদ্য পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক কর্তৃক হাবিপ্রবি ট্রেজারাকে তার কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করার সংবাদ সংগ্রহ প্রকাশ করায় ২২ নভেম্বর হয়রানিমূলক মিথ্যা মামলার শিকার হন নুর।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –