• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ , শুরু ২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০১৯ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ বিষয়ে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড। ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৫ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এই সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন অর্থাৎ আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র (আবশ্যিক) এর পরীক্ষা। এরপর ক্রমান্বয়ে রয়েছে- বাংলা দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা, ইংরেজি, গণিত ও অন্যান্য পরীক্ষা। আর তত্ত্বীয় পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে।

এতে বলা হয়, প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তত্ত্বীয় ও ব্যবহারিক সব পরীক্ষা স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। নিজ কেন্দ্রে কোনো পরীক্ষা নেয়া হবে না। শুধু বেসিক ট্রেড বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। এছাড়া হলে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিব ছাড়া কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –