• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচকের পতন হয়েছে। তবে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও রোববারের বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে প্রায় ৩০ পয়েন্ট (২৯ দশমিক ৭০)। যা বর্তমানে ৫ হাজার ২৭৬ দশমিক ২৪ পয়েন্টে নেমে আসে। এদিন এ বাজারে মোট লেনদেন হয়েছে ৫৬৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ৮০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৫৫২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনে অংশ নেয়। এতে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৮৪টির। আর দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন ডিএসইএস বা শরীয়াহ সূচকও কমেছে। এ সূচক ৬ পয়েন্ট কমে বর্তমানে ১ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস-৩০ সূচকটিও ১৩ পয়েন্ট কমেছে, যা রয়েছে ১ হাজার ৮৫৫ পয়েন্টে।

অপরপক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। এ পুঁজিবাজারটির সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৯৬ পয়েন্টে। এছাড়া লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –