• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

গ্রামীণ সেতু উন্নয়নে সাড়ে ৪২ কোটি ডলার ব্যয় করবে সরকার

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

বাংলাদেশের গ্রামাঞ্চলে সেতু তৈরি, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাড়ে ৪২ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।একটি প্রকল্পের আওতায় এই অর্থ দেবে বিশ্বব্যাংক, যে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উপকৃত হবে দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ। গ্রামীণ সেতুর জন্য সহায়তা কার্যক্রম প্রকল্পে'র আওতায় ৮৫ হাজার মিটার সেতু রক্ষণাবেক্ষণ, ২৯ হাজার মিটার সেতু প্রশস্তকরণ এবং আরও ২০ হাজার মিটার নতুন সেতু নির্মাণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয়দের ব্যাপক কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। সেতু উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সরকারের বিদ্যমান কর্মসূচিতে সহায়ক ভূমিকা রাখবে এই প্রকল্প। এই প্রকল্প বাংলাদেশের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থায় সেতুর উন্নয়ন ঘটিয়ে গ্রামের দুর্গম এলাকাতে বসবাসকারীদের জন্য উন্নত সড়ক যোগাযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ তৈরি করবে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে এই ঋণ প্রদান করা হবে। ৫ বছর গ্রেস পিরিয়ডসহ এই ঋণের মেয়াদ হবে ৩০ বছর। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –