• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

১১ দফা দাবিতে কর্মবিরতিতে শ্রমিকরা, উৎপাদন বন্ধ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪  

গাজীপুর মহানগরীতে ১১ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন টার্গেট ডেনিম অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের শ্রমিকরা।সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মহানগরীতে বাসন থানাধীন কড্ডা এলাকায় ফ্যাক্টরির ভেতরে কর্মবিরতি পালন করেন তারা। এতে প্রায় ৮০০ শ্রমিক অংশগ্রহণ করেন।

জানা যায়, সকালে ১১ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। তবে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেছে কর্তৃপক্ষ। তবে ওই ফ্যাক্টরিতে শ্রমিকদের বেতন সময়মত পরিশোধ করা হয়।

শ্রমিকদের দাবিসমূহ হলো-

(১) হেলপারদের হাজিরা বোনাস ৫০০ ও অপারেটরদের ১০০০ টাকা বৃদ্ধি করতে হবে।

(২) সন্ধ্যা ৭টার পর কাজ করলে টিফিন বিল ৫০ টাকা দিতে হবে।

(৩) রাত ১০টার পর নাইট বিল ১০০ টাকা দিতে হবে।

(৪) বাৎসরিক ছুটির টাকা বছরের শেষে যথা সময়ে দিতে হবে।

(৫) জেনারেল ছুটি ব্যতীত ঈদে অতিরিক্ত ছয় দিন ছুটি প্রদানসহ ১১ দফা।

প্রসঙ্গত, এর আগে ওই ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ হয়নি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –