• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

সুপ্রিমকোর্টের ১২৫ জনকে পদোন্নতির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

সুপ্রিমকোর্ট ১২৫ জন সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভাপতিত্ব করেন।

এ বিষয়ে সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান জানান, ফুলকোর্ট সভায় জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ১২৫ জন সহকারী জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি জানান, বিচার বিভাগীয় ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলা নিষ্পত্তির বিষয়েও ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –