• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে গরীব অসহায় মানুষের আইন সহায়তা বিষয়ক কর্মশালা

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ॥ ঠাকুরগাঁওয়ে  সুবিচার নিশ্চিত করতে গরীব-অসহায় মানুষের আইন সহায়তা বিষয়ক কর্মশালা হয়েছে।
শনিবার সকালে জেলা জজ আদালতের সভা কক্ষে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রমোশন অফ রাইটস অফ এথনিক মাইনোরিটি এন্ড দলিত ফর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) এর আয়োজনে এই কর্মশালার অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ হাছানুজ্জামান।  ড.মুহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা প্রশাসক  কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শীলাব্রত কর্মকার, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সাংবাদিক কারুল ইসলাম রুবাইয়াত, রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল  প্রমুখ।
কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন-সিনিয়র সহকারি জজ মো: আবু তালেব।
অর্থের অভাবে কোন মানুষ যেন সুবিচার থেকে বঞ্চিত না হয়, সভায় সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান বক্তারা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –