• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

সমুদ্র অর্থনীতিতে যুগান্তকারী সাফল্যের সম্ভাবনা

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি একটি নতুন খাত। এ ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য পেতে পারে বাংলাদেশ।

রোববার সোনারগাঁও হোটেলে ‘সমুদ্র অর্থনীতি: ইউরোপীয় ইউনিয়নের দিগন্ত ২০২০’ শীর্ষক এক কর্মশালায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। কর্মশালার আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ অর্জনে সমুদ্র অর্থনীতি বিকাশে কাজে লাগাতে হবে। ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি এটা বাংলাদেশের জন্য একটি নতুন খাত। ইউরোপীয় ইউনিয়নের দিগন্ত-২০২০ থেকে আমরা সহযোগিতা নিতে পারি।

তিনি বলেন, সমুদ্রে আমাদের বিশাল সম্পদ রয়েছে, কিন্তু অবকাঠামোগত দুর্বলতা ও পর্যাপ্ত গবেষণা না থাকায় সমুদ্র অর্থনীতিকে সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না।

তিনি আরো বলেন,আমাদের সমুদ্র অর্থনীতি খাতে উদ্ভাবন, গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ, ইত্যাদি প্রয়োজন। সরকারকেও একসঙ্গে কাজ করতে হবে। আমরা আশা করছি, সমুদ্র অর্থনীতি ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য পাবে বাংলাদেশ।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন- পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া বক্তব্য রাখেন ঢাকার ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রতিনিধি রেনেসে তিরিঙ্ক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –