• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা নিশ্চিত করি’- এই প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।

শনিবার থেকে দেশব্যাপী এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। এই সেবা সপ্তাহে মিলবে গর্ভবতী মায়েদের চেকআপ, ডেলিভারিসহ অন্যান্য সেবা।

ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে এবং ইউএনএফপিএ’র আর্থিক সহায়তায় প্রতিবছর দুবার দেশব্যাপী সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করে।

সেবা ও প্রচার সপ্তাহে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবাকে আরো জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তোলার প্রয়াস থাকে। সরকারি হাসপাতালগুলোতে বিশেষ সেবা দেয়ার ব্যবস্থা থাকে।

দেশব্যাপী এ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বিভাগ ও জেলা পর্যায়ে অ্যাডভোকেসি, প্রেস ব্রিফিং ও উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা হবে। জেলা-উপজেলা পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এসব সভা ও প্রেস ব্রিফিংয়ে অংশ নেবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –