• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ইভিএম ব্যবহার ছয় আসনের প্রত্যেক কেন্দ্রেই: ইসি সচিব

ডেস্ক রিপোর্টঃ

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় নির্বাচনে ছয়টি আসনের প্রত্যেক কেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। শনিবার বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ইসি সচিব এ কথা জানান।

হেলালুদ্দীন আহমেদ বলেন, ৩০০টি আসনের কোন ছয়টিতে ইভিএম ব্যবহার হবে, তা এখনো ঠিক হয়নি। দৈবচয়নের ভিত্তিতে আগামী ২৮ ডিসেম্বর এই আসনগুলো ঠিক করা হবে।ইসির সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৪০ হাজারটির মধ্যে ৯০০টির মতো কেন্দ্রে যন্ত্রে ভোট গ্রহণ হবে, অর্থাৎ সেগুলোতে কোনো ব্যালট পেপার থাকবে না। বিএনপিসহ অধিকাংশ দলের বিরোধিতার মধ্যেই একাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি।

তফসিল ঘোষণার সময় সিইসি কে এম নূরুল হুদা বলেছিলেন, শহরাঞ্চলে ‘অল্প’ কয়েকটি কেন্দ্রে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হবে। শুক্রবারের এক অনুষ্ঠানেও তিনি বলেছিলেন, আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব। একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। অথবা কয়েকটি আসনের কিছু সংখ্যক কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে।তবে শেষ পর্যন্ত দৃশ্যত বড় পরিসরেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিল ইসি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমের পক্ষে অবস্থান জানালেও বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট এর ঘোর বিরোধিতা করে আসছে। আপত্তি না শুনলে মামলা করার হুমকিও দিয়ে রেখেছে তারা।এ বিষয়ে সিইসি শুক্রবার বলেছিলেন, যারা মামলা করবে, এটা তাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই।

ইভিএমের মাধ্যমে ভোট কারচুপি হবে বলে বিএনপির সন্দেহ। ইভিএমে ভোটাররা অভ্যস্ত নয় বলে তা ব্যবহার না করার আহ্বান ছিল জাতীয় পার্টিসহ অন্য কয়েকটি দলের।সিইসি এর আগে বলেছিলেন, যেখানে ইভিএম ব্যবহার করা হবে, সেখানে কয়েকদিন আগে থেকে মানুষকে এ যন্ত্র সম্পর্কে বোঝানো হবে, যাতে কোনো সমস্যা না থাকে।

ইভিএম বিরোধিতার জবাবে তিনি বলেন, তারা এসে এটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক। তাদের লোক দিয়ে ইভিএমের টেকনিক্যাল বিষয় পরীক্ষা করুক। তাহলে তাদের সংশয় কেটে যাবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –