• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

লেভেল প্লেইং ফিল্ড বজায় রয়েছে : সিইসি

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

‘দেশে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড বজায় রয়েছে’ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের সব রকমের প্রস্তুতি রয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ব্রিফিং শেষে এসব কথা বলেন তিনি।

নূরুল হুদা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে। ইসির পক্ষ থেকে আমরা রির্টানিং কর্মকর্তা, পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিদের্শনা দিয়েছি, যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা আমাদের এ বিষয়ে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

এসময় অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, ইসির নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না। পুলিশ ও প্রশাসন কমিশনের নিয়ন্ত্রণেই আছে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইসির নির্দেশনাই ভোটের মাঠে প্রতিফলিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ইসির তিন দিনব্যাপী আয়োজিত ব্রিফিংয়ের প্রথম দিন আজ। এদিন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –