• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাবি-জাবিতে হত্যাকাণ্ড: জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪  

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) দেশের বিভিন্ন স্থানে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি ও বিচার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ব ইনসানিয়াত বাংলাদেশ।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব ইনসানিয়াত বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ২৫ থেকে ৩০ জন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্রষ্টার আলোকে হৃদয়ের গঠন মানবসত্তা ছাড়া মানুষ হয়না, বিবেকহীন অমানুষ হয়। ঈমানী চেতনা ও মানবিক চেতনার বিপরীত বস্তুবাদি মতবাদ ও ধর্মের নামে হিংস্র অধর্ম উগ্রবাদই মানুষকে পশু বানায়। একেক ধর্মের নামে একেক গোষ্ঠীবাদ অপরাজনীতির রাষ্ট্র ও একক জাতিবাদি গোষ্ঠীবাদি স্বৈর রাষ্ট্রব্যবস্থা দূর করতে প্রিয়নবীর (স.) দেওয়া মানবতার রাজনীতি-মানবিক সমাজ ব্যতীত জীবনের নিরাপত্তা ও স্বাধীনতার কোনো উপায় নেই।

বিশ্ব ইনসানিয়াত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শেখ রায়হানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের দফতর সম্পাদক মাইনুউদ্দীন টিটু, সদস্য আবু আবরার চিস্তি, সভাপতি মণ্ডলীর সদস্য মাওলানা নওমউদ্দিনসহ প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –