• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেশের মানুষ চিকিৎসা নিতে বিদেশে যায় কেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুলাই ২০২৪  

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশে সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ায় অর্ধেক রোগী বিদেশে চলে যায় চিকিৎসা করাতে। রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা স্বাবলম্বী করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক চিকিৎসা পেলে রোগীদের ভোগান্তি হতে হবে না।

বুধবার মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুরোধ জানাবো তোমরা সঠিকভাবে লেখাপড়া করবে। কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ।

এ দিন স্বাস্থ্যমন্ত্রীসহ অতিথিরা শিবচরের দত্তপাড়ায় ইলিয়াছ আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার, চৌধুরী ফিরোজা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, শিবচর ডায়াবেটিক সমিতি, ম্যাটস ও মিডওয়াইফারি ইনস্টিটিউট পরিদর্শন করেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ আজিজুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, স্বাস্থ্যশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –