• বুধবার ০৩ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৫ জ্বিলহজ্জ ১৪৪৫

নারীবান্ধব নীতি ও কর্মসূচি প্রণয়ন করেছে সরকার: শিল্পমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীবান্ধব নীতি ও কর্মসূচি প্রণয়ন করেছে। সেগুলোর যথাযথ বাস্তবায়নের ফলে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন সারাবিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার রাজধানীতে নারীদের আন্তর্জাতিক জনকল্যাণমূলক সংগঠন ‘ইনার হুইল’ আয়োজিত ‘ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫’-এর ১০ম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বে দৃষ্টান্ত।

তিনি আরো বলেন, ২০২০ সালে বাংলাদেশে কর্মজীবী ​​নারীর সংখ্যা ১৬ দশমিক ২ মিলিয়ন থেকে ১৮ দশমিক ৬ মিলিয়নে উন্নীত হয়েছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স রিপোর্ট ২০২০ অনুযায়ী, দক্ষিণ এশীয় ৭টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ শীর্ষ ১০০টি দেশের তালিকায় স্থান পেয়েছে। যেখানে বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো ৫০তম।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ১৯২৪ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অগ্রগামী নারীদের একটি দল ‘ইনার হুইল’ নামক জনকল্যাণমূলক সংগঠনটি প্রতিষ্ঠা করে। যার শাখা-প্রশাখা আজ বাংলাদেশসহ বিশ্বের ১০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আমি ইনার হুইলের ব্যতিক্রমী ও ঐতিহাসিক সমাবেশে যোগ দিতে পেরে আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন- ‘ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫’-এর চেয়ারম্যান শারমিন রহমান, সংগঠনটির ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাঈমা সাখাওয়াত, ২০২৪-২৫ মেয়াদে ‘ইনার হইল ডিস্ট্রিক্ট ৩৪৫’-এর নবনির্বাচিত চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –