• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

ড্রেজিংয়ে কোথাও নদী ভাঙন হয় না: নৌপ্রতিমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ের ফলে কোথাও নদী ভাঙন সৃষ্টি হয় না।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য পংকজ নাথের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিএ মৃতপ্রায় নদীগুলো পুনরুদ্ধারের জন্য নদীতে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে। ড্রেজিং করার পূর্বে নদীর তলদেশের অবস্থা জানার জন্য হাইড্রোগ্রাফিক সার্ভে করা হয়। পরবর্তীতে বিআইডব্লিউটিএ উক্ত হাইড্রোগ্রাফিক সার্ভে এবং নদীর গঠন-প্রকৃতি বিবেচনা করে মৃত ও মৃতপ্রায় নদীসমূহের নাব্য পুনরুদ্ধারে ক্যাপিটাল ড্রেজিং এবং চলমান নৌ-পথসমূহের নাব্য ধরে রাখার জন্য সংরক্ষণ ড্রেজিং করে থাকে। বিআইডব্লিউটিএ যেকোনো এলাকায় ড্রেজিংয়ের পূর্বে হাইড্রোগ্রাফি জরিপ এবং নদীর হাইড্রো ও মরফোলজিক্যাল তথ্যাদি বিশ্লেষণ করে পরামর্শক প্রতিষ্ঠানের মতামত সাপেক্ষে পরিকল্পিতভাবে ড্রেজিং করে থাকে। বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ের ফলে কোথাও নদী ভাঙন সৃষ্টি হয় না।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –