• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

রমজানে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজানে তারাবি ও সেহরির সময় লোডশেডিং হবে না। তবে সংকটে পড়লে দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে লোডশেডিং করা হতে পারে।

বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন তিনি।

বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রমজানে বিভিন্ন পণ্যের শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুব শিগগিরই মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে।

তিনি বলেন, মূল্যবৃদ্ধি নিয়ে গুজবে কান দেবেন না কেউ। সবাই সতর্ক থাকলে যারা গুজব ছড়াচ্ছে, তারা খুব একটা সুবিধা করতে পারবে না।

প্রতিবছর চাল-গম-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্দিষ্ট পরিমাণে ভারত থেকে আমদানি করতে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –